বিএনপিতে অনুপ্রবেশ রুখতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান সাফিকুল ইসলামকে গ্রেপ্তার ও তাকে বিএনপিতে কোনো প্রকার ঠাঁই না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৫ মে ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধরখার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সংগঠনের সভাপতি শেখ হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক সুহেল সরকার, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, ইউপি সদস্য মলাই মিয়া, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাজীব খান, যুগ্ম সম্পাদক আল আমিন খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন এবং সাবেক সভাপতি শেখ জুনায়েদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি বশির আহমেদ।
বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান সাফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা হিসেবে অতীতে বিএনপির নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তিনি এখনো গ্রেপ্তার হননি। বক্তারা দলীয় সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন ব্যক্তিকে বিএনপিতে কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট সাফিকুল ইসলামকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর প্রশাসনের মাধ্যমে ইউনিয়নে প্রথমে প্যানেল চেয়ারম্যান এবং পরবর্তীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
What's Your Reaction?






