মাগুরা সদরে কৃষিবিদ তোজাম্মেল হক নতুন কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ

মাগুরা সদর উপজেলায় নতুন কৃষি অফিসার হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. তোজাম্মেল হক। গত সোমবার (২৯ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করে সদর উপজেলা কৃষি অফিসে দায়িত্ব গ্রহণ করেন।
কৃষিবিদ তোজাম্মেল হক ৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। ২০২৩ সালের নভেম্বরে তিনি অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে মাগুরা সদর উপজেলায় কর্মরত হন এবং দায়িত্ব পালনকালে দক্ষতা ও সুনামের সাথে কৃষিসেবা প্রদান করেন। তার নিরবচ্ছিন্ন পরিশ্রম ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কৃষি অফিসার হিসেবে পদোন্নতি দিয়ে একই কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
নবনিযুক্ত কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, “আমি কৃষকদের কল্যাণে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার ও সময়োপযোগী পরামর্শ প্রদানের মাধ্যমে কাজ করে যেতে চাই।”
তার যোগদানে স্থানীয় কৃষক সমাজের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
What's Your Reaction?






