মহম্মদপুরে এক কৃষকের ৫০ শতক জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
মাগুরার মহম্মদপুর সদরের ধুপুড়িয়া গ্রামে রাতের আঁধারে ৫০ শতক জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নওশের আলী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,ধুপুড়িয়া গ্রামের ময়েন শেখের ছেলে কৃষক নওশের আলী (৪৩) তার বাড়ির পাশেই প্রায় ৫০ শতক জমিতে মৌসুমি সবজি হিসেবে লাউ চাষ করেন।নিয়মিত পরিচর্যায় গাছগুলো মাচায় উঠে ফল ধরতে শুরু করেছিল। মঙ্গলবার সন্ধ্যায় জমিতে পরিচর্যা শেষে তিনি বাড়ি ফেরেন।
বুধবার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন-গোড়া থেকে সব লাউ গাছ কেটে ফেলা হয়েছে।এতে মুহূর্তেই তার কয়েক মাসের পরিশ্রম,স্বপ্ন ও বিনিয়োগ ভেঙে পড়ে ধুলোয়।
কৃষক নওশের আলী জানান,অনেক কষ্ট করে চারা লাগাইছিলাম।গাছগুলো ভালোই হয়েছিল। কিছুদিনের মধ্যেই বাজারে তুলতাম।অন্তত দুই লক্ষ টাকার ক্ষতি হলো।কে এ ক্ষতি করল বুঝতে পারছি না।আমরা তো কৃষি করেই সংসার চালাই।”
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।তারা বলছেন,এ ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়,একটি গ্রামীন অর্থনীতির উপর আঘাত।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,"এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ