মহম্মদপুরে দাবি আদায়ে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Dec 3, 2025 - 11:57
 0  11
মহম্মদপুরে দাবি আদায়ে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রস্তাবিত নিয়োগবিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)-রা। বিক্ষোভকারীরা একাত্মতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন সত্ত্বেও প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তারা নানান বৈষম্যের শিকার হচ্ছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মহম্মদপুর পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) মো. মাহবুব হাসান রাজু, সাধারণ সম্পাদক ও পরিবার কল্যাণ সহকারী (FWA) মোছাঃ রাবেয়া জাহান, সায়মা সুলতানা, মলয় সাহা, মফিদুল ইসলাম ও নাদিয়া বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, “পরিবার পরিকল্পনা সেবায় মাঠপর্যায়ে বছরের পর বছর দায়িত্ব পালন করলেও এখনো প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়িত হয়নি।" তারা অবিলম্বে এ নিয়োগবিধি কার্যকর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মসূচি শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন উপস্থিত নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow