মাগুরায় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের স্মরণে সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব সদ্য প্রয়াত অনামিকা দাসের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে বিকেলে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পুরাতন ভবনে এই স্মরণ সভার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। সভায় অনামিকা দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম, পিপিএম)।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, জেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সংগঠকগণ।
বক্তারা বলেন, অনামিকা দাস ছিলেন জেলার ক্রীড়াঙ্গনের একজন বলিষ্ঠ সংগঠক ও দায়িত্বশীল কর্মকর্তা। তার দীর্ঘ কর্মজীবনে তিনি জেলার ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার অকাল প্রয়াণে জেলার ক্রীড়াঙ্গন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
What's Your Reaction?






