আখাউড়ায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী রাসেল, ৫ দিনেও সন্ধান মেলেনি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাসেল খাদেম (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রাসেল পৌর শহরের মসজিদপাড়ার বাসিন্দা ও মৃত কাজী হুমায়ুন খাদেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি রাসেল। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
রাসেলের ভাই রুবেল খাদেম জানান, “আমার ভাই একজন মানসিক বুদ্ধি প্রতিবন্ধী। তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না এবং শ্বাসকষ্টে ভুগছেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাইনি। কেউ সন্ধান পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”
রাসেলের গায়ের রং কালো, স্বাস্থ্য মোটামুটি, বয়স ৪৩ বছর। এ বিষয়ে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯২৫) করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ করছে। যে কোনো তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






