মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি
May 24, 2025 - 23:20
 0  5
মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নোয়াখালীর সেনবাগে মায়ের সামনে সড়কে ট্রাকচাপায় মো. মুজাক্কির (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে সেনবাগ বাজারে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকিরবাড়ির মো. আক্রামের ছেলে। বর্তমানে তার পরিবার সেনবাগে একটি ভাড়া বাসায় বসবাস করছে।

শিশুটির বাবা জানান, মুজাক্কির স্বভাবতই চঞ্চল ছিল। দুপুরে সে তার মায়ের সঙ্গে বাজারে গেলে, রাস্তার পাশে মায়ের হাত ধরে হাঁটছিল। হঠাৎ সে দৌড়ে রাস্তায় চলে গেলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow