মহালছড়ির মাঠে উন্মাদনার বিস্ফোরণ, অনির্বাণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সাবাই মারমা, মহালছড়ি প্রতিনিধি, খাগড়াছড়িঃ
May 24, 2025 - 23:00
 0  1
মহালছড়ির মাঠে উন্মাদনার বিস্ফোরণ, অনির্বাণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মাঠভরা দর্শক, চারপাশে উল্লাস, জাতীয় সংগীতের সুরে শুরু—এভাবেই মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে শনিবার (২৪ মে) অনুষ্ঠিত হলো ‘বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর জমজমাট ফাইনাল। দুপুর ২টায় শুরু হওয়া এই খেলায় মহালছড়ি সদর উপজেলার অনির্বাণ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে পরাজিত করে মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদ ক্লাবকে।

ওয়াদুদ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এর আগে মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথি বল ছুঁড়ে খেলার উদ্বোধন করেন।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের মো. জুয়েল হোসেন। ফাইনাল ম্যাচ পরিচালনায় ছিলেন প্রধান রেফারি নিখিল দে, সহকারী ছিলেন মো. আলামীন ও কেরু মারমা।

মোট ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow