নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, "মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন। ইতোমধ্যে দেশের অর্থনীতিতে বেশকিছু সংস্কার আনা হয়েছে এবং সামনেও আরও কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। রাজনৈতিক সংস্কারের জন্য কনসালটেশন কমিশন বেশকিছু বৈঠক করেছে, যা ১৫ মে শেষ হয়েছে।"
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, "সরকার কেবলমাত্র কথা বলার স্বাধীনতার পক্ষে নয়, বরং যারা গণমাধ্যমে কাজ করছেন তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয়টিও বিবেচনায় রাখছে।"
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় প্রেসক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






