প্রেসক্লাব মহম্মদপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান

শুধু দোয়া বা আলোচনা নয়, গণঅভ্যুত্থানের জীবন্ত স্মৃতিচারণ আর শহীদদের স্মরণে এক আবেগঘন আবহের সৃষ্টি হলো মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান, যেখানে ছিলেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মোঃ নুর আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ‘গণঅভ্যুত্থানের গল্প বলি’ প্রতিযোগিতা। এই পর্বে জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী যোদ্ধারা তাদের অগ্নিঝরা দিনের অভিজ্ঞতা, ত্যাগ এবং সংগ্রামের জীবন্ত বর্ণনা তুলে ধরেন। তাদের বর্ণনায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না, ছিল ইতিহাসের পাতা থেকে উঠে আসা জীবন্ত সাক্ষ্য।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ মাহামুদুল হাসান। দোয়ায় শহীদ পরিবারের সদস্যদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষাংশে ‘গণঅভ্যুত্থানের গল্প বলি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার ছিল তাদের বীরত্বের এক ক্ষুদ্র স্বীকৃতি।
প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস.আর.এ হান্নানের সঞ্চালনায় এই আয়োজনটি নিছক একটি স্মরণসভা না হয়ে, হয়ে ওঠে নতুন প্রজন্মের কাছে সংগ্রামের ইতিহাস পৌঁছে দেওয়ার এক দারুণ মঞ্চ।
What's Your Reaction?






