বিদেশি জাহাজের ধাক্কায় ডুবলো ট্রলার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 6, 2025 - 16:45
 0  1
বিদেশি জাহাজের ধাক্কায় ডুবলো ট্রলার

গভীর বঙ্গোপসাগরের বিশাল ঢেউ আর অন্ধকারের সাথে প্রায় ২২ ঘণ্টা মরণপণ লড়াই শেষে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ১৩ জেলে। বিদেশি এক বাণিজ্যিক জাহাজের নির্মম ধাক্কায় তাদের মাছ ধরার ট্রলারটি ডুবে গেলেও বাঁশ আর ফ্লুটকে আঁকড়ে ধরে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন তারা। পিরোজপুরের ইন্দুরকানীর এই ঘটনা পুরো এলাকায় একই সাথে শোক ও স্বস্তির আবহ তৈরি করেছে।

উদ্ধারকৃত জেলেরা জানান, সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ইন্দুরকানী উপজেলার ‘মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলারটিকে একটি বিশাল বিদেশি জাহাজ সজোরে ধাক্কা দিলে তা মুহূর্তেই সাগরে তলিয়ে যায়।

ট্রলারের মালিক হেলাল মৃধা জানান, গত শুক্রবার সকালে মাঝি শাহজাহান হাওলাদারের নেতৃত্বে ১৩ জন জেলেকে নিয়ে ট্রলারটি দুবলার চরের উদ্দেশে যাত্রা করে। সোমবার বিকেলে তারা দুবলার চর থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে গিয়ে সাগরে জাল ফেলেন। ঠিক তখনই আচমকা একটি বিদেশি জাহাজ এসে তাদের ট্রলারটিকে আঘাত করে এবং সেটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলে কোনোমতে হাতের কাছে থাকা বাঁশ ও মাছ ধরার ফ্লুট আঁকড়ে ধরে অথৈ সাগরে ভাসতে থাকেন।

এরপর শুরু হয় তাদের বেঁচে থাকার এক অকল্পনীয় সংগ্রাম। মঙ্গলবার রাত ১০টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকা জেলেদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা। কূলে আনার পর অসুস্থ জেলেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন জানান, "আমরা উদ্ধার হওয়া জেলেদের খোঁজখবর নিয়েছি। আল্লাহর রহমতে তারা সবাই জীবিত ও সুস্থ আছেন। ট্রলার ডুবির এই ঘটনায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow