নওগাঁয় ট্রিপল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 6, 2025 - 16:50
 0  2
নওগাঁয় ট্রিপল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রায় ঘোষিত হলো নওগাঁর পোরশা উপজেলার বহুল আলোচিত ট্রিপল হত্যা মামলার। জমিজমার বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিক (পলাতক), আমির আলী এবং আব্দুল কাদির ওরফে কাদের। এ ছাড়া, মামলার আরও ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয়েছিল ২০০৩ সালের ৩০ আগস্ট। সেদিন সকালে কালাইবাড়ি গ্রামের কৃষক আব্দুস সামাদ তার আম বাগানে কাজ করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জন ব্যক্তি জোরপূর্বক তার জমি দখল করতে এসে বাগানের গাছ উপড়ে ফেলতে শুরু করে।

এই দৃশ্য দেখে আব্দুস সামাদের স্ত্রী, ছেলে, ভাই এবং বোনেরা তাকে বাঁচাতে এগিয়ে এলে দখলদাররা তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সামাদের ভাই শফিকুল ইসলাম, বোন সেলিনা এবং মেয়ে নার্গিস।

এই ঘটনায় ভুক্তভোগী আব্দুস সামাদ বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২২ বছর ধরে চলা এই মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী তাজরিন নাহার জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow