ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Aug 6, 2025 - 17:40
 0  1
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে তৃতীয় তলা থেকে দৌড়ে নামতে গিয়ে অন্তত ২০–২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে রোহান (১৫) নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তবে কেউ দগ্ধ হয়নি।

আহতদের মধ্যে নাম পাওয়া গেছে—রোহান (১৫), সাকেরা আক্তার (১৩), ফারিয়া সুলতানা (১৫), কানজিরা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফামিয়া আক্তার (১৪)। এর মধ্যে গুরুতর আহত রোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুরে তৃতীয় তলার বিজ্ঞানাগারে আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে কয়েকজন শিক্ষার্থী গবেষণা করছিল। এ সময় মাল্টিপ্লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। স্থানীয়রা ও স্কুল কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সাতজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, “গবেষণার কাজ চলাকালে মাল্টিপ্লাগে আগুন ধরে যায়। তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে আতঙ্কে দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ডালী বলেন, “এখন পর্যন্ত ২০–২২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কেউ দগ্ধ হয়নি।”

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতারা।

জেলা প্রশাসক মো. দিদারুল আলম জানান, “ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কারো অবহেলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow