মহম্মদপুরে বসতঘরে ভয়াবহ আগুনে কৃষকের সবকিছু পুড়ে ছাই

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 20, 2025 - 22:59
 0  3
মহম্মদপুরে বসতঘরে ভয়াবহ আগুনে কৃষকের সবকিছু পুড়ে ছাই

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের কলাগাছি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন কৃষক গনি মিয়া (৬০)।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে তার বসতঘরে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে গ্রাস করে নেয়।

প্রায় ৪৫ মিনিটের প্রচণ্ড অগ্নিকাণ্ডে গনি মিয়ার ঘরে রাখা ৬০ মন ধান, ২ মন ধনে, ১ মন কলাই, একটি টিনের ঘর, আসবাবপত্রসহ সব ধরনের ব্যবহার্য মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষ টাকারও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বালতি ও নলকূপের পানি ব্যবহার করে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষক গনি মিয়ার পুনর্বাসনে দ্রুত সহায়তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরি। এ পরিস্থিতিতে গনি মিয়া সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow