‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পেলেন মহম্মদপুরের এস আর এ হান্নান

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 4, 2025 - 13:54
 0  3
‘সাহসী সাংবাদিক সম্মাননা’ পেলেন মহম্মদপুরের এস আর এ হান্নান

চব্বিশের গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ‘সাহসী সাংবাদিক সম্মাননা’য় ভূষিত হলেন মাগুরার মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস আর এ হান্নান। তিনি দৈনিক যায়যায়দিন ও দৈনিক গ্রামের কাগজে কর্মরত আছেন।

৩ আগস্ট, রবিবার বিকেলে ঢাকার তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে যেসব সাংবাদিক সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন, তাদের সম্মানিত করতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সারাদেশ থেকে সম্মাননার জন্য নির্বাচিত ১৯২ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।

আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে সম্মাননা জানানো হয়। এরপর জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সাহসী ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। মাগুরা জেলা থেকে একমাত্র এস আর এ হান্নান এই গৌরব অর্জন করেন।

এই সম্মাননা প্রাপ্তি শুধু এস আর এ হান্নানের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি মফস্বল পর্যায়ে কর্মরত সেই সব সাংবাদিকের জন্যেও এক বড় অনুপ্রেরণা, যারা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মাঝেও সত্যকে তুলে ধরতে আপোষহীনভাবে কাজ করে চলেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow