ব্যবসায়ী হত্যায় ১১ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপন মজুমদার, নোয়াখালী জেলা প্রতিনিধি
May 6, 2025 - 11:46
 0  8
ব্যবসায়ী হত্যায় ১১ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকা ব্যবসায়ী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জুলফিকার (২৮)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুনর কাশেম ভূঁইয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে। সোমবার (৫ মে) রাতে সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়াকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ বাড়ির পাশেই পড়ে থাকতে দেখা যায়। ঘটনার চার দিন পর নিহতের স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সেই পাঁচজনের মধ্যে মো. জুলফিকারও ছিলেন, যিনি রায় ঘোষণার আগেই আত্মগোপনে চলে যান।

র‍্যাব জানায়, প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে সোমবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow