কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ১৮ বছরের আলোকযাত্রা

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
May 6, 2025 - 15:05
 0  3
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ১৮ বছরের আলোকযাত্রা

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। ২০০৭ সালের ৬ মে যাত্রা শুরু করা বিভাগটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের একটি। মাত্র দুইজন শিক্ষক নিয়ে শুরু হওয়া এই বিভাগটি আজ ৩৬০ জন শিক্ষার্থী ও ১৭ জন শিক্ষকের একটি পরিপূর্ণ একাডেমিক পরিবারে রূপ নিয়েছে।

প্রথমদিকে বিভাগে শিক্ষক ছিলেন কেবল লায়লা আক্তার ও অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। বর্তমানে তিনজন অধ্যাপক, দুইজন সহযোগী অধ্যাপক, নয়জন সহকারী অধ্যাপক ও তিনজন প্রভাষক বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রশাসনিক দায়িত্বে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, যিনি বিভাগের সেকশন অফিসার হিসেবে কাজ করছেন।

বর্তমানে কলা ও মানবিক অনুষদের ডিনের দায়িত্বে রয়েছেন বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস। তিনি ২০২৪ সালের ১৪ মার্চ এই দায়িত্ব পান। বিভাগীয় প্রধানের দায়িত্বও তিনি অতীতে পালন করেছেন। সহযোগী অধ্যাপক মো. হারুন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম ছাত্র পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভাগের শিক্ষকরা অতীতে বিভিন্ন সময় সিন্ডিকেট সদস্য, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

শুধু একাডেমিক নয়, সহশিক্ষা কার্যক্রমেও সমান সক্রিয় ইংরেজি বিভাগ। ‘লিবারেল মাইন্ডস’ নামের একটি সংগঠন বিভাগীয় শিক্ষার্থীদের চিন্তা-চর্চার ক্ষেত্র তৈরি করেছে। সংগঠনটির অধীনে রয়েছে চারটি উইং—ডিবেট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ থিয়েটার, রিডিং সার্কেল, কালচারাল অ্যান্ড মিউজিক ক্লাব। বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান।

বিভাগের শিক্ষার্থীরা বলেন, “ইংরেজি বিভাগ শুধু একটি একাডেমিক ইউনিট নয়, আমাদের পরিচয় ও আবেগের জায়গা। 'ফরেস্ট অব আর্ডেন' আমাদের মানসিক প্রশান্তির স্থান। ক্লাসের ফাঁকে সেখানে সময় কাটানো আমাদের দিনকে প্রাণবন্ত করে তোলে। সম্প্রতি নতুন রাস্তা হওয়ায় সেখানে যাওয়া আরও সহজ হয়েছে।”

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, “আমাদের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বিসিএস ক্যাডার, ব্যাংক কর্মকর্তা কিংবা দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করছে। এই ধারা ধরে রেখে আরও সফল শিক্ষার্থী গড়তে আমরা একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি।”

প্রতিষ্ঠার ১৮ বছর পার করেও ইংরেজি বিভাগ তার প্রাসঙ্গিকতা ও গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। শিক্ষার্থীদের সফলতা, শিক্ষকদের নিষ্ঠা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বিভাগের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow