ঢাক-ঢোলের শব্দে প্রকম্পিত শ্রীনগর: মমিন আলীর নেতৃত্বে বিএনপির বিশাল বিজয় মিছিল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 11, 2025 - 20:16
 0  8
ঢাক-ঢোলের শব্দে প্রকম্পিত শ্রীনগর: মমিন আলীর নেতৃত্বে বিএনপির বিশাল বিজয় মিছিল

ঢাক-ঢোলের শব্দ আর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হলো শ্রীনগরের রাজপথ। ‘৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবস’ ও ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (১১ আগস্ট) এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় মিছিল করেছে শ্রীনগর উপজেলা বিএনপি। দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে এই শোডাউনে যোগ দেয় হাজারো নেতাকর্মী, যা পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সোমবার বিকেল ৪টা নাগাদ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জুশুরগাও এলাকায় জড়ো হতে শুরু করেন। সেখান থেকে আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে বিশাল র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এম রহমান মার্কেট ও চকবাজার হয়ে ছনবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের স্লোগান আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব মমিন আলী বলেন, "এই বিজয় কোনো দলের নয়, এই বিজয় এদেশের ছাত্র-জনতার। ৫ আগস্ট প্রমাণ করেছে, স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে জনগণ জেগে উঠলে কোনো ফ্যাসিবাদই টিকতে পারে না।"

এই বিশাল শোডাউনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খোকন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি খালেক সিকদার, যুবদলের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, মতিউর রহমান মতিনসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow