লামা-আলীকদমে নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের সহায়তা প্রদান

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত পরামর্শ ও মানবিক সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ।
বুধবার দুপুর ১২টায় লামা থানা ভবনের হলরুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ভিকটিম নারী ও শিশুদের জন্য আইনি পরামর্শ, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাদের প্রণোদনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ.দা.) লামা সার্কেল জিনিয়া চাকমা, লামা থানার ওসি মোঃ তোফাজ্জল হোসেন, আলীকদম থানার ওসি মির্জা জহিরুল ইসলাম, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ও দুর্বার নারী নেটওয়ার্ক নেত্রী আনোয়ারা বেগম, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাংবাদিক-মানবাধিকার কর্মী এসএম আকাশ প্রমুখ।
পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার তাঁর বক্তব্যে বলেন, "নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। থানায় আলাদা কক্ষে ভিকটিমদের জন্য আইনি পরামর্শ ও অন্যান্য সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পুলিশিং ব্যবস্থা এখন শতভাগ স্বচ্ছ ও স্বাধীন। নারী ও শিশু নির্যাতন, সহিংসতা, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পুলিশকে জানালে মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ ও হারানো মালামাল উদ্ধারে সহায়ক হয়।"
অনুষ্ঠানে লামা-আলীকদম উপজেলার নারী ও শিশু নির্যাতন মামলার ৬ জন ভিকটিম ও তাঁদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ, নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






