লামায় হাইকোর্টের আদেশে ৬ ইটভাটার চিমনি ধ্বংস

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Aug 14, 2025 - 00:48
 0  0
লামায় হাইকোর্টের আদেশে ৬ ইটভাটার চিমনি ধ্বংস

মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে লামা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ৬টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

সূত্রমতে, বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৬টি ইটভাটা— (ক) ইউনাইটেড ব্রিকস ম্যানুঃ, (খ) এলাহি ব্রিকস ম্যানুঃ, (গ) সেভেন ব্রিকস ম্যানুঃ, (ঘ) এনআরবি ব্রিকস ম্যানুঃ, (ঙ) শিরাত ব্রিকস এবং (চ) এমবিআই ব্রিকস ম্যানুঃ— কর্তৃক ২০২৩ সালে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (নং-১৫৮৯২/২০২৩) দায়ের করা হয়।

রিটের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটা স্থানান্তরের পদক্ষেপ গ্রহণ ও উচ্ছেদ না করার নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে ০৬ মার্চ ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগ রিটটি খারিজ করে দেন এবং প্রতিটি আবেদনকারীকে ৪ লাখ টাকা করে ব্যয়ভার সুপ্রীম কোর্টের হিসাবে ৩০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন।

এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

বুধবারের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহযোগিতা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনা ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow