থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনভর চড়ুইভাতির উৎসব

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 18, 2025 - 17:30
 0  8
থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনভর চড়ুইভাতির উৎসব

বান্দরবানের পাহাড়ি থানচি উপজেলায় সাড়ে তিন শতাধিক নারী শিক্ষার্থীর অংশগ্রহণে এক দিনব্যাপী আনন্দমুখর চড়ুইভাতি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কবিতা আবৃত্তি, গান, নাটিকা, নৃত্য, মিউজিক পরিবেশনসহ দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

শিক্ষার্থীরা জানান, “আজ হবে মাতামাতি, আমরা খাবো চড়ুই ভাতি”—এই শ্লোগানকে ধারণ করে নিজেদের হাতে রান্না, পরিবেশন ও অতিথি আপ্যায়নসহ পুরো আয়োজনটি তারা সম্পন্ন করেছেন। বাল্যবিবসাই নয়, উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে মানবকল্যাণে গড়ে তোলার বার্তা তুলে ধরতেই তাদের নাটিকা ও পরিবেশনাগুলো সাজানো হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনা মৈত্র চাকমা, মৈত্রী শিশু সদনের পরিচালক ভদন্ত উ ইউসারা মহাথেরো, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিনসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী সবার অংশগ্রহণে পাহাড়ি এই বিদ্যালয়ে সৃষ্টি হয় এক অনন্য আনন্দঘন পরিবেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow