থানচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশে একযোগে শুরু হওয়া জাতীয় টাইফয়েড টিকাদান (টিসিভি) কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের থানচি উপজেলাতেও উদ্বোধন করা হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোনা মৈত্র চাকমা, আবাসিক চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ আল নোমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ওম প্রকাশ দে এবং পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।
উদ্বোধনী দিনে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।
প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার ৪০টি বিদ্যালয়ে প্রায় ৩,৯১৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে আরও ২,২০৭ জনকে টিকা দেওয়া হবে। মোট ৬,১২৫ জনকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, বান্দরবান জেলার সাতটি উপজেলার মধ্যে টিকাদান কার্যক্রমে থানচি উপজেলা বর্তমানে ৫ম অবস্থানে রয়েছে, যার নিবন্ধিত টিকাদান হার ৪৬.০৫ শতাংশ।
What's Your Reaction?






