থানচিতে বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, সরকারি উচ্চ বিদ্যালয় রানার্স আপ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 15, 2025 - 21:34
 0  5
থানচিতে বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, সরকারি উচ্চ বিদ্যালয় রানার্স আপ

বান্দরবানের থানচিতে প্রথমবারের মতো আয়োজিত উপজেলা পর্যায়ের স্কুলভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্টে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।

উপজেলার নবনির্মিত মিনি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। খেলায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ প্রথমার্ধে পাওয়া একটি পেনাল্টি গোলের সুবাদে ১–০ ব্যবধানে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

স্থানীয় উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজিত এ টুর্নামেন্ট আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশের অর্থায়নে গত ১৩ আগস্ট শুরু হয়। এতে উপজেলার চারটি বালিকা দল অংশ নেয়।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিন, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএসের উপ-পরিচালক উবানু মারমা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, রেমাক্রী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরাসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

বিএনকেএসের কর্মকর্তারা জানান, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় শুধুমাত্র সামাজিক কাঠামো পরিবর্তন যথেষ্ট নয়; মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে ২০২১ সাল থেকে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ‘ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুয়ালিটি ফর এথনিক হিলি উইমেন ইন বান্দরবান’ প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি।

ফাইনাল খেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow