আলীকদমে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 5, 2025 - 19:07
 0  2
আলীকদমে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শুরু হয়। এতে উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক স্মরণীয় দিন। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

নেতারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বিএনপির আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে, সরকার পতনের চূড়ান্ত বিজয় শিগগিরই আসন্ন। তারা সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও হামলার তীব্র নিন্দা জানিয়ে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow