ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Aug 5, 2025 - 19:23
 0  1
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শংকর কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে তাদের প্রিয়জনরা অকাতরে রক্ত ঝরিয়েছেন। তাদের আত্মত্যাগকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। কিন্তু যারা এই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিল, তাদের এখনো বিচার হয়নি। বক্তারা দ্রুত ওই গণহত্যাকারী ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিচার দাবি করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ জন শহীদ পরিবারের সদস্য ও ৯৭ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow