বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় জর্জেট শাড়ি ২৫৪ পিস, উন্নতমানের লেহেঙ্গা ৬০ পিস, চা পাতা ৪৮০ কেজি, সিগারেট ৬০০ প্যাকেট, উন্নতমানের কম্বল ২২ পিস, কাশ্মীরি চিলি পাউডার ১২৮ প্যাকেট এবং কালারমিষ্ট সফটজেল ৪৫০ পিস জব্দ করা হয়।
জব্দকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৭১ লক্ষ ১৯ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া, শনিবার (২৫ অক্টোবর) সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ সিংগারবিল ও বিষ্ণপুর বিওপি টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজয়নগর উপজেলার কাশিনগর ও বিষ্ণপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১ বোতল, ইস্কফ ২ বোতল এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনো প্রকার অবৈধ চোরাচালানী পণ্য বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ