নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

যে বাবার কোলে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় পাওয়ার কথা, সেই বাবার হাতেই নিজের ১২ বছরের শিশুকন্যা মাসের পর মাস ধর্ষণের শিকার হয়েছে—এমনই এক পাশবিক ও লজ্জাজনক অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। এই ঘটনায় অভিযুক্ত বাবা হুমায়ূন মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে আটক করা হয়। এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি হুমায়ূনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। সোমবার রাতে শিশুটির মা থানায় এসে কান্নায় ভেঙে পড়েন এবং স্বামীর বিরুদ্ধে এক মাস ধরে তাদের শিশুকন্যাকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।
ওসি বলেন, "বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং মর্মান্তিক। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ূন মিয়াকে আটক করি।"
পুলিশ জানায়, শিশুটি তার জবানবন্দিতে বলেছে, গত এক মাস ধরে তার বাবা হুমায়ূন তাকে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত রবিবার রাতেও তার উপর একই পাশবিক নির্যাতন চালানো হয়। এরপর শিশুটি আর সহ্য করতে না পেরে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত হুমায়ূনকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে, ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির গভীর তদন্ত করছে।
What's Your Reaction?






