শেখ হাসিনার ‘আয়না ঘর’ থেকে অনেক নেতাকর্মী এখনও ফেরেনি : শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Aug 5, 2025 - 19:32
 0  6
শেখ হাসিনার ‘আয়না ঘর’ থেকে অনেক নেতাকর্মী এখনও ফেরেনি : শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “শেখ হাসিনার আয়না ঘর থেকে অনেক নেতাকর্মী এখনও ফেরত আসতে পারেননি।”

তিনি বলেন, গত বছর জুলাই-আগস্টে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় অনেকে খুন হয়েছেন, গুম হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অসংখ্য মানুষ কারাবন্দি হয়েছেন। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন স্বামী হারিয়েছেন। ছোট ছোট ভাইবোন রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে—যা হয়েছে শেখ হাসিনার নির্দেশে।

তিনি আরও বলেন, “সেই পরিবারগুলোর দিকে তাকানো যায় না, তারা আজও কাঁদছে। তাদের প্রিয়জনরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, গণতন্ত্র ফিরিয়ে আনা ও কথা বলার অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিলেন। আজকের এই দিনে আমরা সেই শহীদদের স্মরণ করি।”

শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, বছরের পর বছর কারাগারে ছিলেন। “আমরা চাই, এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আয়না ঘরের মতো ভয়ঙ্কর জায়গা তৈরি না হয়। নতুন বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির আয়োজনে ও উপজেলা যুবদলের বাস্তবায়নে সালথা বাইপাস সড়কে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

পথসভা শেষে একটি বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি সালথা বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহিন মাতুব্বর ও হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow