এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে BIT (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) মডেলে কমিশন গঠনের এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষার্থী হাসনাইন মাহমুদ। কর্মসূচি শেষে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. খালেদ সাইফুল্লাহ ও মঈন খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী ইজাহারুল ও সাইফ হাসান শুভ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমান উল্লাহ খানসহ কলেজের আরও অনেক শিক্ষার্থী।
সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে শিক্ষার মান ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষার্থীরা পেশাগত জীবনে অনিশ্চয়তায় পড়ছে।
তারা আরও বলেন, এক দফা দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
স্মারকলিপিতে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে আলাদা কমিশনের মাধ্যমে BIT মডেলে শিক্ষাপদ্ধতি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
What's Your Reaction?






