১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও আমরা মানুষের পাশে আছি - শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Sep 15, 2025 - 20:31
 0  18
১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও আমরা মানুষের পাশে আছি - শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও বিএনপি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছরে আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মানুষের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে নিজ নির্বাচনী এলাকায় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, "যারা দাড়ি রেখেছে, টুপি পরেছে, তাদের ওপরও অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আলেমরা বাড়িতে নিরাপদে থাকতে পারেননি। পুলিশ বাড়িতে গিয়ে তাদের না পেলে পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং অনেককে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ একটি বড় দল ছিল, অনেক নেতাকর্মী ছিল। কিন্তু শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে যাবেন, তা তার নেতাকর্মীরাও ভাবতে পারেনি।" তিনি আগামী দিনে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপির এই নেত্রী বলেন, "ষড়যন্ত্র চলছে এবং রাজনীতিতে ষড়যন্ত্র থাকবেই। আমাদের একটি নীতি ও আদর্শ আছে। জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করে, আমরা যেকোনো মূল্যে একটি মানবিক বাংলাদেশ ও একটি জবাবদিহিতামূলক সরকার গড়তে চাই।"

আওয়ামী লীগ সরকারের এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শামা ওবায়েদ বলেন, "২০০৮ সালে যারা নৌকায় ভোট দিয়েছিলেন, তারাও এই ১৭ বছর ধরে দুঃখ করেছেন। কারণ, হালুয়া-রুটি আর দুর্নীতির ভাগ প্রধানমন্ত্রীর পরিবার এবং তার কাছের লোকেরাই পেয়েছে।" তিনি অভিযোগ করেন, বিনাভোটের এমপিরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন এবং ১৯৯১ সালে উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। যখনই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, তখনই তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।"

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও ওলামা দলের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow