আমার পিতা ও সন্তানেরা দুর্নীতিবাজ নয় – মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 15, 2025 - 20:28
 0  3
আমার পিতা ও সন্তানেরা দুর্নীতিবাজ নয় – মাসুদ সাঈদী

পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, তার প্রয়াত পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং তিনি নিজে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাসুদ সাঈদী বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতাসীন দলগুলোর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও তাদের সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছেন এবং দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। এর বিপরীতে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা দায়িত্ব পালনকালে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করেননি, যার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, "আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনে ১০টি বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে ৫টি বছর দায়িত্ব পালন করেছিলাম। আমার পিতা আল্লামা সাঈদী দুর্নীতিবাজ ছিলেন না, তার সন্তানেরাও দুর্নীতিবাজ নয়।"

জামায়াতে ইসলামীকে "রাজাকার" বলার প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতারা কথায় কথায় জামায়াতকে রাজাকার বলছে। এইসব মিথ্যা অপবাদের কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। আপনারাও এই ভুল করবেন না, নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন না।"

তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জোরালো দাবি জানিয়ে বলেন, অতীতের সরকারগুলো ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের সমর্থনে গঠিত হওয়ায় দেশের ৬৫ ভাগ ভোটারের মতামতের কোনো মূল্য ছিল না। তার মতে, পিআর পদ্ধতির মাধ্যমেই সকল জনগণের মতামতের গুরুত্ব দেওয়া সম্ভব। একইসঙ্গে, সম্প্রতি পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিলে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে তিনি দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, "যে দেশে নিজ দলের কর্মীদের কাছে নেতারা নিরাপদ নয়, সে দেশে কী করে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব?"

মাসুদ সাঈদী তার পিতার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, তিনি নির্বাচিত হলে সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান। তিনি বলেন, "আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, মহান আল্লাহ খাদেম হিসেবে কবুল করলে জিয়ানগর উপজেলাসহ পিরোজপুর-১ আসনকে মডেল হিসেবে গড়ে তুলতে পারবো।" তিনি বিগত এক বছরে তার উদ্যোগে ইন্দুরকানিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, হাসপাতাল সংস্কার, চারতলা ডাকবাংলো, সন্ন্যাসী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চার লেনের রাস্তা এবং সুপেয় পানির জন্য ফিল্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করিয়েছেন বলে উল্লেখ করেন।

সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আহাদুল ইসলাম নাঈমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাইসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow