নেছারাবাদের আঞ্চলিক সড়ক উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ রূপান্তরের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বরিশালের গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ পর্যন্ত আঞ্চলিক সড়কটি দুই লেনে উন্নীতকরণ এবং পথজুড়ে থাকা ৫টি অতি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ গার্ডার ব্রিজে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের প্রধান সড়কে সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ী সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, নেছারাবাদ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। প্রতিদিন এখান থেকে শতাধিক ট্রাক পণ্য পরিবহন করে, চলাচল করে শত শত যানবাহন। কিন্তু সরু সড়ক এবং জরাজীর্ণ বেইলি ব্রিজের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। কামারকাঠি থেকে গড়িয়ারপাড় পর্যন্ত পাঁচটি বেইলি ব্রিজ বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হয় সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের।
বক্তারা দ্রুত সড়ক সম্প্রসারণ ও ব্রিজ রূপান্তরের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ অবহেলিত। উন্নয়ন প্রকল্পে নেছারাবাদকে অগ্রাধিকার দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন—স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সদস্য সচিব মোঃ কাজী কামাল, বাংলাদেশ জমইয়্যাতে হিযবুল্লাহর দফতর সম্পাদক ও ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন ছালেহী, ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, নেছারাবাদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুল আউয়াল প্রমুখ।
তারা বলেন, সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ