পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি টাকা আত্মসাৎ: ৪ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত। অভিযুক্তদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজিও রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. মতিউর রহমান যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সে সময় ২০২৩-২৪ অর্থবছরে একটি সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। সমন্বিত পানিসম্পদ ইউনিটের আওতায় বালিপাড়া এফসিডি উপ-প্রকল্পের অধীনে সোরের খালের পলি অপসারণের জন্য ৯ লক্ষ ৪৯ হাজার ৬৩৬ টাকার চুক্তি হয়। এই কাজের জন্য বালিপাড়া এলসিএস দলকে নিযুক্ত করা হয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয় থেকে গত ১৯ মার্চ ২০২৪ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়।
চুক্তি অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের ২৫ শতাংশ অর্থাৎ ২ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা অগ্রিম প্রদান করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, পরোয়ানাভুক্ত আসামিরা এই টাকা গ্রহণ করেও প্রকল্পের কোনো কাজ শুরু করেননি।
বারবার তাগাদা দেওয়ার পরও কাজ শুরু না করায় এলজিইডি কার্যালয় থেকে তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পেয়ে অভিযুক্তরা গত ১৯ জুন ২০২৫ তারিখে এলজিইডি কার্যালয়ে এসে টাকা গ্রহণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলা এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুন বাদী হয়ে গত ১০ জুলাই ২০২৫ তারিখে পিরোজপুর জজ কোর্টে একটি মামলা দায়ের করেন, যার নম্বর সিআর-৭৯/২০২৫। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন এবং তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজি ফারিয়া শর্মি (পিতা: ফারুক হোসেন), আক্তারুজ্জামান (পিতা: ফজলুল হক বেপারী), মেহেদী হাসান (পিতা: আঃ রহিম) এবং রেশমা (পিতা: মুনসুর আলী)। তারা সবাই উপজেলার কলারন চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুন বলেন, "আসামিরা সোরের খালের পলি অপসারণ প্রকল্পের জন্য অগ্রিম টাকা নিয়েও কোনো কাজ করেননি। বারবার যোগাযোগ করা হলে তারা টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। সরকারি টাকা উদ্ধারের জন্যই আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আদালত সব কিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।"
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ