পিরোজপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল বিস্ফোরণ
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফ মো.আব্দুল জলিলের বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবন্দর মোমেনিয়া মাদ্রাসা সংলগ্ন তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কে বা কারা জামায়াত প্রার্থীর বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হঠাৎ বিকট শব্দে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দাবি করেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা,যার মাধ্যমে কুচক্রী মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। ঘটনার পর রাতেই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে পিরোজপুর-৩- (মঠবাড়িয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিল বলেন, “হঠাৎ বিকট শব্দ পেয়ে আমরা বাইরে চলে আসি। একজনকে দৌড়ে যেতে দেখি। এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। আমাদের শান্ত পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে একটি মহল। প্রশাসনের কাছে অনুরোধ র এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা জামায়াতে ইনলামীর উদ্যোগে বিক্ষুব্ধ নেতা,কর্মী ও সমর্থকরা আজ রবিবার (২৬ অক্টোবর) পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। জামায়াত এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঠবাড়িয়া শহমিনার চত্বও থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমীর মালেক মীর, পৌর সেক্রেটারি আবুল বাশার ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন সংসদ সদস্য প্রার্থীর বাসভবনে এ ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত একটি নীলনকশার অংশ। এই নগ্ন হামলা কোনভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এ ঘটনায় মঠবাড়িয়া থানা তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় আনা হবে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ