ইন্দুরকানীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে মো. কালাম শেখ (৩৭) নামে একজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ইটের রাস্তার মাথা থেকে তাকে আটকের পর তল্লাশি চালিয়ে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ইন্দুরকানী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার আব্দুল গফুর শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই (নিরস্ত্র) আশিকুজ্জামান ও এসআই (নিরস্ত্র) পলাশ বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ নজরদারিতে ছিল। অবশেষে ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মো. কালাম শেখসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ ১৮/৮/২৫)। মামলার বাদী এসআই আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, “মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
What's Your Reaction?






