টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কাউখালীতে কো-অডিনেশন সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কো অডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর)সকাল ১০.৩০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদার ক্যাম্পে ২০২৫ উপলক্ষে এ অডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
ইপিআই টেকনোলজিস্ট এবি এম আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন, জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, শিশুদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করা হচ্ছে যা স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩০৮ জন ও কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ৬ হাজার ৫৫৯ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। উপজেলায় মোট ১২০টি টিকাদান কেন্দ্র চলমান থাকবে।
What's Your Reaction?






