গাছের সাথে এ কেমন শত্রুতা! বিরোধের জেরে মুহূর্তেই ধুলিস্যাৎ কৃষকের স্বপ্ন

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Jul 23, 2025 - 13:23
 0  2
গাছের সাথে এ কেমন শত্রুতা! বিরোধের জেরে মুহূর্তেই ধুলিস্যাৎ কৃষকের স্বপ্ন

যে গাছগুলো পরম যত্নে বড় করে তুলেছিলেন কৃষক মানিক হালদার, সেগুলোই হয়ে উঠল প্রতিপক্ষের আক্রোশের শিকার। পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার আরামকাঠি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে তার স্বপ্নের কলাবাগানসহ বিভিন্ন ফলের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২২ জুলাই) দিনে-দুপুরে এই নৃশংস ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী মানিক হালদার জানান, প্রতিবেশী মনোজ ঘরামীর সাথে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি জানান, সাব-কবলা দলিল মূলে তিনি এক বিঘা জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে তা ভোগ করে আসছেন। কিন্তু মনোজ ঘরামী জোরপূর্বক সেই জমি দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও মনোজ তা মানেননি। এরই জেরে মঙ্গলবার মনোজ ও তার লোকজন মিলে বাগানের নারিকেল, আমড়া, আমের চারা এবং সমস্ত কলাগাছ কেটে ফেলে। মানিক হালদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বপ্নের বাগান ওরা মুহূর্তেই শেষ করে দিল। আমি এই অন্যায়ের বিচার চাই।"

স্থানীয় জনপ্রতিনিধি মো. নকিতুল্লাহ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "জমির বিরোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য গাছ কেটে ফেলা অত্যন্ত গর্হিত কাজ। গাছের সাথে এ কেমন শত্রুতা! যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত।"

এদিকে, অভিযুক্ত মনোজ ঘরামী গাছ কাটার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, "কাগজপত্র অনুযায়ী ওই জমির মালিক আমি। অনেকবার জায়গাটি দখল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই গাছ কেটে আমার জায়গা আমি দখল নিয়েছি। এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না।"

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow