রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার কেবল জনগণের আমানত রক্ষাকারীদেরই রয়েছে

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 1, 2025 - 18:04
 0  2
রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার কেবল জনগণের আমানত রক্ষাকারীদেরই রয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন, "জনগণের আমানত যারা খেয়ানত করবে না, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার একমাত্র তাদেরই রয়েছে।"

সোমবার সকাল সাড়ে দশটায় মাদ্রাসা মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সমিতির সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান মোল্লা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান, অর্থ সম্পাদক আরেফিন আব্দুল্লাহ এবং সাবেক সভাপতি রাকিবুল হাসান।

শিক্ষকদের ‘দেশ ও জাতি গড়ার কারিগর’ হিসেবে অভিহিত করে শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, "শিক্ষকদের থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা শিক্ষক, তারা মানুষকে সৎ শিক্ষা দেবেন। আপনারা সৎ মানুষের পক্ষে থাকুন, সৎ মানুষকে সমর্থন দিন।"

তিনি আরও বলেন, "যারা জনগণের সম্পদ চুরি করে খায়, তাদের বয়কট করুন। দেশের সম্পদ যারা আমানত মনে করবে, আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অধিকার একমাত্র তাদেরই রয়েছে। যত বড় বিপদ আসুক, আমরা সব সময় সত্য কথা বলব।"

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, "আমাকে আপনাদের সংসদ সদস্য করতে হবে না, আপনারা সৎ ও যোগ্য মানুষকে সংসদ সদস্য বানান। যেই সৎ হবে, তাকেই আপনারা সমর্থন করুন।"

সবশেষে, তিনি প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে তার বক্তব্য শেষ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow