নওগাঁয় পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মাম্পি হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
নিহত মাম্পি হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন জানান, গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০ জনের একটি দল নৌকাযোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিক করতে যায়। পিকনিক শেষে রোববার নৌকায় করে বাড়ি ফেরার পথে বেলা আড়াইটার দিকে রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে মাম্পি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মাম্পির লাশ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






