ভাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো মানুষের উপচেপড়া ভিড়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিলে কয়েক হাজার নারী-পুরুষ ও বিনোদনপ্রেমী দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। প্রতিযোগিতায় দূরদূরান্ত থেকে দশ-বারোটি বাছাড়ি নৌকা অংশ নেয়। আয়োজকরা জানান, প্রতিযোগীদের মধ্যে প্রথম পুরস্কার পান আশফরতীর ওয়াদুদ কাজীর নৌকা, দ্বিতীয় পুরস্কার নগরকান্দার আব্দুল মান্নানের নৌকা এবং তৃতীয় পুরস্কার বাবুল মিয়ার নৌকা। বিজয়ীদের হাতে রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারী দলকেও সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ধরনের নৌকা বাইচ আমাদের সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও মিলনমেলার বন্ধন আরও দৃঢ় হবে।”
এদিন নৌকাবাইচকে কেন্দ্র করে ঝালডাঙ্গা বিলের দুই তীর ও পাশের রেললাইনের ধারে বসে বিশাল মেলা। ছোট-বড় শত শত নৌকায় ভরে ওঠে পুরো এলাকা। মেলায় নানা ধরনের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
অপরদিকে, নৌকা বাইচ নির্বিঘ্ন করতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
What's Your Reaction?






