সালথায় খেলাফত মজলিসের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী প্রচারণার সূচনা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ উপলক্ষে দলের মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরকান্দা এম.এন একাডেমি মাঠ থেকে বিশাল মোটর শোভাযাত্রার যাত্রা শুরু হয়। শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার ও বিভিন্ন প্রকার যানবাহনে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি নগরকান্দা থেকে শুরু হয়ে সালথা উপজেলা সদরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে প্রার্থীকে বরণ করে নেন। এ সময় আল্লামা শাহ আকরাম আলী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, আমরা জনগণের ভোটের মাধ্যমে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। জনগণের কল্যাণ, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে খেলাফত মজলিস কাজ করে আসছে। আল্লাহ চাইলে এই নির্বাচনে জনগণের ভালোবাসা দিয়ে বিজয়ী হবো।
শোভাযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি হিলাল সাহেব, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত আলী, ফরিদপুর জেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি মুফতি আবু নাছির আয়ুবি, নগরকান্দা উপজেলা সভাপতি মুফতি আসাদুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সালথা উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান ও সেক্রেটারি মুফতি কামরুজ্জামানসহ শতাধিক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিস সবসময় জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ রক্ষার আন্দোলনে সোচ্চার। তাই আসন্ন নির্বাচনে ‘রিকশা’ প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
What's Your Reaction?






