পরিত্যক্ত ভবন থেকে রিভলবার ও তাজা বোমা উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত ভবন থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালানো হয়।
পুলিশ ও অভিযানিক দল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে যে, পুরাতন সাব-রেজিস্ট্রার অফিসের একটি পরিত্যক্ত বাথরুমে নাশকতামূলক কিছু মজুত রাখা হয়েছে। এর ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হলে একটি কালো ব্যাগের ভেতর চারটি বোমা সদৃশ বস্তু এবং পাশে থাকা একটি কাপড়ের পোটলায় একটি রিভলবার, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন যে উদ্ধারকৃত বোমাগুলো তাজা। পরে সেগুলো নিরাপদ উপায়ে নিষ্ক্রিয় করার লক্ষ্যে বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওন শরীফ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং যৌথ বাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ