ফরিদপুরে এবার যুবলীগের সহ-সভাপতিসহ ৪ আ'লীগ নেতার পদত্যাগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতার একযোগে পদত্যাগের ঘটনার এক দিনের ব্যবধানে এবার ফরিদপুরের সালথা উপজেলায় যুবলীগের সহ-সভাপতিসহ আরও চারজন আওয়ামী লীগ নেতা দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা নেতারা হলেন- সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুল খান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগের সাবেক সহ-সভাপতি পাভেল রায়হান। তিনি বলেন, ২০১৫ সালে তৎকালীন ক্ষমতাশালী এক নেতার মাধ্যমে সম্মেলন ছাড়াই মনগড়া কমিটিতে আমাকে সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি করা হয়েছিল। আমি স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে আজ ওই পদ থেকে পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ, তারেক রহমানের দেশ উন্নয়নে গৃহীত কার্যক্রম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেত্রী শামা ওবায়েদ ইসলামের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পাভেল রায়হান বলেন, আমাকে কোনো ধরনের প্রেসার দেওয়া হয়নি। কিছুদিন আগে শামা ওবায়েদ ইসলাম রিংকু আমাদের বাড়িতে এসেছিলেন। তখন থেকেই আমি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিই।
এ সময় সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ