ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
Jan 6, 2026 - 21:22
 0  6
ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ী পৌর সদরের ডাইংপাড়া বাজারে ফুটপাত ও দোকানের সামনের অংশ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে পরিচালিত এই অভিযানে পৌরসভা আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে বাজারের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, বাজারের অনেক ব্যবসায়ী ফুটপাতে কাপড় ঝুলিয়ে এবং নির্ধারিত সীমানার বাইরে পণ্য সাজিয়ে রেখেছিলেন, যা সাধারণ মানুষের চলাচলে বাধার সৃষ্টি করছিল। অভিযানে তাৎক্ষণিকভাবে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং কয়েকজন ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

স্থানীয় ক্রেতা ও ভুক্তভোগীরা জানান, বিশেষ করে সন্ধ্যার পর ডাইংপাড়া বাজার এলাকায় চলাচল করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে। ফুটপাত দখলের ফলে নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের এই উদ্যোগ জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছেন তারা।

অভিযান চলাকালে পুলিশের সদস্যসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে ফুটপাত দখল করলে জরিমানাসহ আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে ব্যবসায়ীদের নির্ধারিত সীমার মধ্যে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং বাজার এলাকায় নজরদারি আরও জোরদার করার কথা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow