নওগাঁর রাণীনগরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড
নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে আটকের পর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলা সদরের রেলগেট এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন তাদের আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করেন রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদেকুর রহমান (৭ দিনের কারাদণ্ড),
২. একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুমন হোসেন (৪ মাসের কারাদণ্ড) এবং
৩. গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাগরকান্দা গ্রামের মৃত হালিম শেখের ছেলে সহিদুল শেখ (৩ মাসের কারাদণ্ড)।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, “সোমবার রাতে যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার সময় ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তারা মাদকসেবী বলে প্রমাণিত হন। অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ