ফরিদপুরে সংবাদ সম্মেলন: সন্ত্রাসী আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুর প্রেসক্লাবে শনিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শারমিন জেসমিন লিখিত বক্তব্য পাঠ করেন।
শারমিন জেসমিন তার বক্তব্যে জানান, সন্ত্রাসী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত “হাত কাটা” আরিফুল ইসলাম আক্তর এবং তার ভাগ্নে সবুজসহ খসরুল আলম মাসুদ, কাদের ও অজ্ঞাত পরিচয়ের ৫-৭ জন সন্ত্রাসী বিভিন্ন সময়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার উপর নির্যাতন চালিয়েছে।
তিনি সংবাদ সম্মেলনে প্রশাসন, যৌথ বাহিনী ও সাংবাদিকদের কাছে তার সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






