ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 24, 2025 - 16:43
 0  61
ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান

শিক্ষার মানোন্নয়নে উৎসাহ যোগাতে এবং মেধার স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় উপজেলার দাখিল ও আলিম পর্যায়ের ৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থের পুরস্কার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষকরাই যথেষ্ট নন, এখানে অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানেই তাদের মেধা বিকশিত হতে পারে।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না। আদর্শ মানুষ হতে হবে, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই অর্জনে সন্তুষ্ট না থেকে আগামী দিনে আরও ভালো পারফর্ম করে দেশকে এগিয়ে নিতে হবে।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান এবং ধলাইরচর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেম মিয়া প্রমুখ।

সমাপনী বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এই স্কিমের আওতায় ২০২২-২৩ অর্থবছরের জন্য উপজেলার শ্রেষ্ঠ দাখিল শিক্ষার্থীদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দশ হাজার টাকা এবং আলিম শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা ইতোমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। তিনি বলেন, এই আর্থিক সহায়তা ও সম্মাননা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় প্রেরণা যোগাবে।

সবশেষে ধলাইরচর আলিম মাদরাসার ৬ জন এবং গোপালপুর বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার ১ জনসহ মোট ৭ জন কৃতি দাখিল ও আলিম শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow