নকল ডিগ্রি, ভুয়া চেম্বার - বোকা বানাচ্ছিলেন শতশত রোগীকে

ফরিদপুর প্রতিনিধিঃ
Jul 7, 2025 - 18:21
 0  16
নকল ডিগ্রি, ভুয়া চেম্বার - বোকা বানাচ্ছিলেন শতশত রোগীকে

চিকিৎসা সনদ নেই, নেই কোনো বৈধ নিবন্ধন। তবু দীর্ঘদিন ধরে 'ডেন্টাল ডাক্তার' সেজে দাঁতের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মো. নাসির উদ্দিন (৪০)। অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ওই ভূয়া দন্ত চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৭ জুলাই) বিকেলে পৌর বাজার এলাকার 'নাসির ডেন্টাল' নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন উপজেলার বানা ইউনিয়নের কোঠরাকান্দি গ্রামের মৃত ওলিয়ার রহমান মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ‘নাসির ডেন্টাল’ নামক চেম্বারে দাঁতের চিকিৎসা চালিয়ে আসছিলেন। অথচ তার চিকিৎসা সনদ কিংবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)–এর কোনো বৈধ নিবন্ধন ছিল না। চেম্বারে অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মও ধরা পড়ে। একজন বৈধ দন্ত চিকিৎসকের যেসব যন্ত্রপাতি, অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন, তার কিছুই ওই চেম্বারে ছিল না।

সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, তিনি একজন ভূয়া দন্ত চিকিৎসক। তার কোনো সনদ বা নিবন্ধন নেই। প্রতারণার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলেছেন। তাই তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।”

এ সময় এলাকাবাসী ও রোগীরা এমন প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসন জানিয়েছে, অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow