ফরিদপুর প্রেসক্লাবে সাহসী সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 17, 2025 - 13:19
 0  4
ফরিদপুর প্রেসক্লাবে সাহসী সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সদস্য শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মফিজুর রহমান শিপন, এসএম মনিরুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক গৌতম দাসের কর্মময় জীবন তুলে ধরে বলেন, তার লেখনীতে সমাজের বাস্তব চিত্র উঠে আসত। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন। সব সময় সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এবং সত্য সংবাদ প্রকাশে ছিলেন নির্ভীক। সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় ২০০৫ সালের ১৭ নভেম্বর সন্ত্রাসীরা তাদের দুষ্কৃত কাজে তাকে নিজ কার্যালয়ে নির্মমভাবে হত্যা করে।

বক্তারা বলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে দেশ হারিয়েছে এক সাহসী, নীতিবান ও অনুসন্ধানী সাংবাদিককে। যদিও পরবর্তীতে এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং আসামিরা গ্রেপ্তার হয়েছে, তবুও গৌতম দাসের শূন্যতা আজও অপূরণীয়।

বক্তারা মরহুম গৌতম দাসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী দিনে সাংবাদিক সমাজকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য এবং সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবরার নাদিম ইতুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow