নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির শোডাউন ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Nov 17, 2025 - 13:11
Nov 17, 2025 - 13:12
 0  5
নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা  লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির  শোডাউন ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় সোমবার সকালে মোটরসাইকেলের গর্জনে কাঁপল পুরো উপজেলা। সদর এলাকার বিভিন্ন সড়কে শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন ও বিক্ষোভ মিছিল ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শোডাউনটি উপজেলা সদর থেকে শুরু হয়ে বিশ্বরোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

শোডাউনে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, ঢাকা মহানগর উত্তরের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল সাহান টিটু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, যুব নেতা রবিউল ইসলাম বাবু, শফিকুল ইসলাম ঝন্টুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অগণতান্ত্রিকভাবে আরোপিত লকডাউনের বিরুদ্ধে জনগণের স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতেই এ শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow